
নিজস্ব প্রতিবেদক :- শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় কমিটি। মোঃ মিরাজ শিকদার শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান এর সাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
০১ | কৃষিবিদ মোঃ ইব্রাহিম মিয়া( সেলিম) – আহ্বায়ক, ০২ | মোঃশরিফুল ইসলাম – সদস্য সচিব, ০৩। স্যারোয়ার আলম বাবু – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ০৪। অ্যাডভোকেট মোঃ ফারুক আহমেদ – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ০৫। মোঃ আনোয়ার হোসেন জুয়েল, ০৬। মোঃ ফয়সাল, ০৭। মোঃ আফরান সিফাত, ০৮। মোঃ তানভির মাহমুদ, ০৯। মোঃ ফারুক হোসাইন, ১০। মোঃ আবদুল হান্নান, ১১। মোঃ শেখ ফরিদ, ১২। মোঃ মোসারফ হোসেন আরিফ, ১৩। মোঃ আরিফ সোলাইমান মজুমদার, ১৪। মোঃ মহসীন আলম রাসেল, ১৫। মোঃ ফয়সাল আহমেদ রাফি, ১৬। মোঃইলিয়াস কাঞ্চন পলাশ, ১৭। মোঃ দোলায় হোসেন, ১৮। মোঃ আব্দুলা আল মামুন, ১৯। মোঃ ইউসুফ মাহমুদ ভূঁইয়া, ২০। মোঃ আমির হোছাইন, ২১। মোঃ কাউছার আলম, ২২। মোঃ শাহ বউদ্দিন রাজু, ২৩। কাজী মোঃ বশির আহাম্মদ, ২৪। মোঃ সাদ্দাম হোসেন সোহেল রানা, ২৫। মোঃ নয়ন চৌদ্দগ্রাম, ২৬। মোঃ আহমেদ আলী ইমন, ২৭। মোঃ ফয়সাল হোসেন, ২৮। মোঃ ইয়াছিন মিয়া, ২৯। মোঃ কবির আহমেদ, ৩০। মোঃ শরিফুল ইসলাম নাহিদ, ৩১। মোঃ শাখাওয়াত হোসেন মজুমদার।
বাকি সদ্য হলেনঃ- মোঃ রায়হান মজুমদার, মোঃ আবদুর রহিম, মোঃ আলাউদ্দিন, কাজী মোঃ সোহরাব হোসেন রিপন, মোহাম্মদ শাহ আলম, মোঃইসমাইল হোসেন, মোঃইয়াছিন মজুমদার, মোঃইমরান হোসেন, মোঃ আবদুল খালেক খোন্দকার, মোঃ আফজাল হোসেন মজুমদার।


