অনলাইন ডেস্ক :- অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে শুধু দলের মুখপাত্র নয়, নির্বাচনী পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে দলীয় কার্যালয়ে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচনী কর্মযজ্ঞ ও সংগঠনকে ধরে রাখার জন্য আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে জিতে আসতে পারেন এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, সে জন্য তিনি কাজ করবেন।
নাহিদ ইসলাম আরও বলেন, এ কারণে আসিফ মাহমুদকে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের এর প্রধান ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যেহেতু তিনি নির্বাচন করছেন, এই পদ থেকে তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন। আমরা আসিফ মাহমুদকে এই গুরুদায়িত্ব হস্তান্তর করছি। পুরো কমিটি পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবেন না তাদের নিয়ে আসিফ মাহমুদ এই গুরুদায়িত্ব নেবেন এবং নির্বাচনকে নেতৃত্ব দেবেন।
এছাড়া জরুরি সভায় আসিফ মাহমুদকে এনসিপির নীতিনির্ধারণী বডিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.