অনলাইন ডেস্ক :- নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, আদর্শ, দৃষ্টিভঙ্গি ও নৈতিকতাকে ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে হবে, যেখানে কোনো ধরনের সমঝোতার জায়গা থাকবে না।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহফুজ। বর্তমানে সরকারের সাবেক উপদেষ্টা এমন সময়ে এই পোস্ট করলেন, যখন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া নিশ্চিত হয়েছে আরেক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পোস্টে মাহফুজ বলেন, আমরা নতুন করে শুরু করবো। চিন্তা, দৃষ্টিভঙ্গি ও সততার শক্তি নিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে এগোব।
মাহফুজ আরও বলেন, এই পথচলা হবে দীর্ঘ, তবে তা প্রয়োজনীয়—জুলাইয়ের চেতনার জন্য, দেশের তরুণ সমাজের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য। পোস্টের শেষে মাহফুজ জানান, তারা এ বিষয়ে কোনো সমঝোতা করবেন না।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.