প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭০, পাবনা-০৩ আসনে বিএনপি-জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের এমপি পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার(২৯ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে এমপি পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
একই দিনে দুপুর ১২ টার দিকে পাবনা-০৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এরপর ঐ একই পাবনা-০৩ আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী ও দলটির সহকারী তারবিয়ত সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগার সাহেব মনোনয়নপত্র দাখিল করেন।
অন্যদিকে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র পদপ্রার্থী সাবেক এমপি কে,এম আনোয়ারুল ইসলাম।
বিএনপির থেকে মনোনয়নবঞ্চিত,বর্তমানে গণঅধিকার পরিষদের পদপ্রার্থী হাসানুল ইসলাম রাজা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, জাতীয় পার্টির মীর নাদিম ডাবলু, গণফোরামের সরদার আশা পারভেজ এ সকল এমপি পদপ্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের নিকট ফরম বিতরণ শুরুর পর থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত এই সাত জন এমপি পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.