শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- রংপুরে জাতীয় পার্টি ও জাতীয় শ্রমিক পার্টি থেকে পদত্যাগ করে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন এর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন প্রায় শতাধিক নেতা-কর্মী।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে ২২ নং ওয়ার্ড জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা ব্যাটারিচালিত অটোরিকশা জাতীয় শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক আতোয়ার আহমেদ এর নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। ভবিষ্যতে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করবো।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন যোগদানকৃত নেতা-কর্মীদের স্বাগত জানান এবং বিএনপির নীতি-আদর্শ বাস্তবায়নে তারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে এবং সেই সাথে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় রংপুর মহানগর বিএনপির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের সভাপতি শাহ নেওয়াজ লাবু, রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরি মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.