গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৭ দলীয়সহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময় অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলকারী দলীয় প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল ওয়ারেছ, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শ্রী নির্মল রবিদাস, বাসদের রাহেলা খাতুন এবং গণ অধিকার পরিষদের সামিউল ইসলাম।

এছাড়াও এ আসনে চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— নাহিদুজ্জামান নিশাদ, এইচ. এম. গোলাম শহীদ রঞ্জু, সুজাউদৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুৎ।

নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির জানান, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো নির্ধারিত তারিখে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হবে।

Leave a Reply