প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ
হান্নান মাসউদের প্রতিদ্বন্দ্বী তাঁর বাবা

নোয়াখালী-৬ (হাতিয়া) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের বাবা ও ছেলের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিন্ন রাজনৈতিক দল ও ভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা দুজন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে এবং তাঁর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বাবা ও ছেলে উভয়েই।
একই পরিবারের দুজন প্রার্থীর একসঙ্গে নির্বাচনী মাঠে নামাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ একে নবীন ও প্রবীণের প্রতীকী লড়াই হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল কিংবা শক্তি প্রদর্শনের নতুন মাত্রা হিসেবে মূল্যায়ন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ব্যতিক্রমী প্রার্থী বিন্যাস ভোটের মাঠে শক্তির ভারসাম্য ও নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলতে পারে।
জানা যায়, নোয়াখালী-৬ আসনে এবার মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, এনসিপি থেকে আব্দুল হান্নান মাসউদ, বিএনপি থেকে মো. মাহবুবুর রহমান প্রার্থী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ ফজলুল আজিম, শামীমা আজিম, তানভীর উদ্দিন রাজিব ও মুহাম্মদ নুরুল আমীন।জাতীয় পার্টি (জাপা) থেকে এ টি এম নবী উল্যাহ ও নাছিম উদ্দিন মো. বায়েজীদ, জেএসডি থেকে মোহাম্মদ আবদুল মোতালেব, গণ অধিকার পরিষদ থেকে মোহাম্মদ আজহার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, এলডিপি থেকে মোহাম্মদ আবুল হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক মনোনয়ন দাখিল করেছেন।
এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি। তবে ভোটের রাজনীতি আমার জন্য নতুন অভিজ্ঞতা। ভোটার হওয়ার পরও এখন পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। এই আসনের অন্য প্রার্থীদের মধ্যে আমার বাবা একজন প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তি। তাই তাঁকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ দিয়েছি। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব।’
তিনি আরও বলেন, ‘আমি শাপলা কলি প্রতীকে নির্বাচন করব এবং বাবার এই নির্বাচনী লড়াইকে আন্তরিকভাবে স্বাগত জানাই।’ এ বিষয়ে তাঁর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.