
কৃষ্ণ নন্দী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা, যা খুলনা-৫ আসনের অন্তর্ভুক্ত। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর খুলনা ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় কৃষ্ণ নন্দী উল্লেখ করেন, তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা। তার কাছে নগদ রয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ১৯ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা এবং স্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা।
হলফনামা অনুযায়ী, তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ হিসেবে ১৭ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৯৮৪ টাকা দেখিয়েছেন। পাশাপাশি তার মালিকানায় রয়েছে ২ দশমিক ৪৭ একর কৃষিজমি এবং শূন্য দশমিক ৫ একর অকৃষিজমি।
হলফনামা সূত্রে জানা যায়, কৃষ্ণ নন্দী বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক (এসএসসি) পাস করেছেন। তবে তার স্ত্রী ও সন্তানদের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই বলেও তিনি হলফনামায় উল্লেখ করেছেন।



