শিরোনাম
ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে বাস-লরির সংঘর্ষ, আহত ৭ পাবনার ভাঙ্গুড়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত পাবনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ আটক ৪ জন রাণীশংকৈলে এলজিইডির রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী পদত্যাগের পরদিনই সায়েদুর রহমানকে একই পদে নিয়োগ জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জানাজায় কত সংখ্যক মানুষ অংশ নিয়েছেন? বেগম খালেদা জিয়া’র জানাজায় অংশ নিয়ে মৃত্যুবরণ ব্যক্তির পাশে দাঁড়ালেন তারেক রহমান খুলনা-১, গণ অধিকার পরিষদের প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১০ জন এনসিপিতে পদত্যাগের হিড়িক

জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি স্বর্ণ, নগদ রয়েছে সাড়ে ১৮ কোটি টাকা

Chif Editor

অনলাইন ডেস্ক :- খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। নগদ অর্থসহ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের পরিমাণ কোটি টাকায় পৌঁছেছে। নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। 

কৃষ্ণ নন্দী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা, যা খুলনা-৫ আসনের অন্তর্ভুক্ত। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর খুলনা ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় কৃষ্ণ নন্দী উল্লেখ করেন, তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা। তার কাছে নগদ রয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ১৯ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা এবং স্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী, তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ হিসেবে ১৭ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৯৮৪ টাকা দেখিয়েছেন। পাশাপাশি তার মালিকানায় রয়েছে ২ দশমিক ৪৭ একর কৃষিজমি এবং শূন্য দশমিক ৫ একর অকৃষিজমি।

তিনি আরও উল্লেখ করেছেন, খুলনার ডুমুরিয়া উপজেলায় তার মালিকানায় তিনতলা বিশিষ্ট দুটি পাকা ভবন রয়েছে। ২০২৫ সালের আয়কর রিটার্ন অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকা। একই বছরে তিনি উপহার হিসেবে ১৫ ভরি সোনা পেয়েছেন বলেও হলফনামায় উল্লেখ করেছেন। 

হলফনামা সূত্রে জানা যায়, কৃষ্ণ নন্দী বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক (এসএসসি) পাস করেছেন। তবে তার স্ত্রী ও সন্তানদের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই বলেও তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

Leave a Reply