প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
এনসিপিতে পদত্যাগের হিড়িক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্তের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। এ পর্যন্ত দলটি থেকে মোট ১৭ জন নেতা পদত্যাগ করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, সামনে আরও কয়েকজন নেতার পদত্যাগের সম্ভাবনা রয়েছে।
জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণার পর প্রথমেই পদত্যাগ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, আলোচিত চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। এরপর ধারাবাহিকভাবে বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় পর্যায়ের মোট ১৭ জন নেতা দল ছাড়েন।
সর্বশেষ আজ পদত্যাগ করেছেন দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।
পদত্যাগপত্রে তারা অভিযোগ করেন- নতুন বন্দোবস্তের কথা বললেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাস্তবে পুরোনো উপনিবেশিক ব্যবস্থার অংশীজনদের সঙ্গে আপস করেছে।মুশফিক উস সালেহীন জানান, দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব রয়েছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই এবং নতুন জোটসঙ্গীদের রাজনৈতিক চরিত্র বিবেচনায় নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।পদত্যাগের তালিকায় আরও রয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিনসহ মোট ১৭ জন কেন্দ্রীয় নেতা।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.