বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অনলাইন ডেস্ক :- বগুড়ার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত দেন।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়নপত্র বাতিল করা হয়।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মামলার তথ্য গোপন করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহজাহান আলী তালুকদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এ আসনে মনোনয়ন বৈধ পাওয়া চারজন প্রার্থী হলেন- বিএনপির আব্দুল মহিত তালুকদার, জাপার শাহিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা পুলিশের সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.