
শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- পঞ্চগড়ে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন; দুই আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
পঞ্চগড় জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সূত্রে বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
জেলায় মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি এস পি) থেকে মোঃ আব্দুল ওয়াদুদ বাদশা, বিএনপি থেকে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, এনসিপি থেকে মোহাম্মদ সার্জিস আলমসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে পঞ্চগড়-২ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক ও আইনি ত্রুটি বিবেচনায় নেওয়া হয়েছে। বৈধ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। এদিকে, পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২—উভয় আসনেই জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া আগামী দিনগুলোতে শুরু হবে। এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুই আসনে নির্বাচন আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে যথাযথ প্রস্তুতি নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।



