
কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লা মহানগরীর গোমতী হাউজিং ষ্টেট, দেলোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া শেখ ফজিলাতুন্নেছা পরিষদের সভাপতি, হানিফুল ইসলাম মুন্না( ৩৪)কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ জানায়,মুন্না সদর দক্ষিণ উপজেলার শাকতলার স্হায়ী বাসিন্দা।
কোতোয়ালি থানার মামলা নং ১৬(৯)২৪,জিআর-৬৬৫/২৪ইং এ-র ঘটনার সাথে জড়িত। তাঁকে বিচারের জন্য জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক -১ এ সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের আাদেশ দেন।



