
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়। যাচাই-বাছাইয়ে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাতিল হওয়ার তালিকায় যারা রয়েছে তারা হলেন, পাবনা-০১ আসনে স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার মিরু ও হাজী ইউনুস আলী।পাবনা-০২ আসনে গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন। পাবনা-০৩ আসনে গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা।পাবনা-০৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু।
তবে পাবনা-০৫ (সদর) আসনে কোন প্রার্থীর মনোনায়ন বাতিল হয়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।



