শিরোনাম
নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ মোকাম বড় বাড়ি শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন সাংবাদিক মিঠুর মাতার মৃত্যুতে শোক বার্তা কুমিল্লা চট্টগ্রামে প্রাচিকসের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চিকিৎসা প্রবাহ উন্মোচন ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত উত্তর অঞ্চল কাঁপছে কনকনে বাতাসে ঠান্ডা ও শীতে ভাঙ্গুড়ায় ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক পুলিশের অভিযানে পাবনার ভাঙ্গুড়ার মাঠ জুড়ে শোভা ছড়াচ্ছে সরিষা ফুল ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ জুলাই গণঅভ্যুত্থান: অজ্ঞাত শহীদদের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের পরিচয়

Chif Editor

অনলাইন ডেস্ক :- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে এ বি এম আব্দুস সাত্তারকে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, এ বি এম আব্দুস সাত্তার এর আগে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ গত বছরের অক্টোবরে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবেও মনোনীত হয়েছেন।

এ বি এম আব্দুস সাত্তার বর্তমানে রূপালী ব্যাংক পিএলসির বোর্ড অব ডিরেক্টর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।

এবি এম আব্দুস সাত্তার ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন ক্যাডার) সদস্য হিসেবে সহকারী কমিশনার পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ারে তিনি সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), একাধিক জেলার জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিভিন্ন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে প্রশাসন ও সুশাসন বিষয়ে দেশে ও বিদেশে একাধিক পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

শিক্ষাজীবনে এবি এম আব্দুস সাত্তার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রিও লাভ করেন।

১৯৫৫ সালের ২ নভেম্বর বগুড়া জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবি এম আব্দুস সাত্তার। তিনি রফিক উদ্দিন আহমেদ ও বেগম রাশিদা খাতুনের সন্তান। ব্যক্তিজীবনে তিনি এক কন্যাসন্তানের জনক।

এবি এম আব্দুস সাত্তার বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই সাবেক সচিব। এর আগে, দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply