প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
সরকার গঠন করতে পারলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের
অনলাইন ডেস্ক :- বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে গৃহীত নীতিমালার আলোকে দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে, এমন আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা। সৌজন্য সাক্ষাতে অংশ নেন বিজিএমইএ, বিসিআই, ডিসিসিআই, এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠনের প্রায় ৩০ জন শীর্ষ ব্যবসায়ী নেতা।
সৌজন্য সাক্ষাৎ শেষে তারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন।
বৈঠকে ব্যবসায়ীরা জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসা খাতে বিরাজমান নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান এবং সরকার গঠন করতে পারলে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বলে জানান ব্যবসায়ী নেতারা।
এদিন সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাংবাদিক নেতারাও সাক্ষাৎ করেন। তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে আসন্ন নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সে বিষয়ে সবার দৃষ্টি রয়েছে বলেও জানান নেতারা।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.