শিরোনাম
অন্তত দেড় হাজার মোবাইল ব্যবসায়ী বে-আইনি কার্যক্রমে জড়িত: এমআইওবি বছরজুড়ে বরিশালের আলোচিত যত ঘটনা শাহজালাল ফার্টিলাইজারের সাবেক হিসাব প্রধানের ১২ ফ্ল্যাটসহ সম্পদ জব্দ নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে চার্জশিট অনুমোদন সামাজিক মাধ্যমে সহিংসতা বন্ধে ইসির উদ্যোগ দেখা যায়নি: দেবপ্রিয় ভট্টাচার্য সারজিসের হলফনামা: সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক সেন্টমার্টিনে মাস্টারপ্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা হাসান চৌদ্দগ্রাম আসনে বিএনপি প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে ১১ কোটি ৮৩ লাখ টাকার গ্যাস চুরি অভিযোগ দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি ভালোবাসা আর শ্রদ্ধায় চির বিদায় নিলেন উত্তরাঞ্চলের সাংবাদিকতার বাতিঘর মন্টু

ঋণ নিয়ে নির্বাচনী ব্যয় মেটাবেন রুমিন ফারহানা

Chif Editor

অনলাইন ডেস্ক :- ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী ব্যয় নির্বাহে তিনি ঋণ নেওয়ার কথাও উল্লেখ করেছেন।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, রুমিন ফারহানার কাছে নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ রয়েছে প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্যে তিনি নির্বাচনী ব্যয় হিসেবে ২০ লাখ টাকা খরচ করবেন। পাশাপাশি তিনি প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা ধার নেবেন বলে উল্লেখ করেছেন।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বহিষ্কার করা হলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনড় রয়েছেন।

হলফনামা অনুসারে, সুপ্রিম কোর্টের এই আইনজীবীর বার্ষিক আয় প্রায় ৯৭ লাখ টাকা, যা তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। উত্তরাধিকার সূত্রে তার মালিকানায় চট্টগ্রামে পাঁচ কাঠা জমি এবং ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি তার কাছে রয়েছে ১০ ভরি স্বর্ণ।

২০১৯ ও ২০২৫ সালে দাখিল করা দুটি হলফনামা তুলনা করে দেখা যায়, এই সময়ে রুমিন ফারহানার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণেরও বেশি। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন চার লাখ ৩৪ হাজার ১০০ টাকা।

news24bd.tv/কেএইচআর

Leave a Reply