শিরোনাম
অন্তত দেড় হাজার মোবাইল ব্যবসায়ী বে-আইনি কার্যক্রমে জড়িত: এমআইওবি বছরজুড়ে বরিশালের আলোচিত যত ঘটনা শাহজালাল ফার্টিলাইজারের সাবেক হিসাব প্রধানের ১২ ফ্ল্যাটসহ সম্পদ জব্দ নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে চার্জশিট অনুমোদন সামাজিক মাধ্যমে সহিংসতা বন্ধে ইসির উদ্যোগ দেখা যায়নি: দেবপ্রিয় ভট্টাচার্য সারজিসের হলফনামা: সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক সেন্টমার্টিনে মাস্টারপ্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা হাসান চৌদ্দগ্রাম আসনে বিএনপি প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে ১১ কোটি ৮৩ লাখ টাকার গ্যাস চুরি অভিযোগ দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি ভালোবাসা আর শ্রদ্ধায় চির বিদায় নিলেন উত্তরাঞ্চলের সাংবাদিকতার বাতিঘর মন্টু

প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি মন্তব্য করেছেন, প্রশাসনের আচরণ যদি একপাক্ষিক হয়, তবে এমন নির্বাচনের কোনো প্রয়োজন নেই।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে ‘আজাদীর যাত্রা’ কর্মসূচির প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপি যদি সত্যিই গণতন্ত্র রক্ষা করতে চায়, তবে প্রশাসনের এই নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও সোচ্চার হতে হবে।”

একই অনুষ্ঠানে এনসিপি-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন যে, বর্তমান প্রশাসন রাজনৈতিকভাবে বিএনপির দিকে হেলে পড়েছে। দেশে আবারও ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “জনগণ আর প্রশাসনের গোলামি দেখতে চায় না।” তিনি প্রশাসনের এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।

এনসিপি নেতারা নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়ে বলেন, কমিশনকে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক আচরণ করতে হবে। নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে তা জনমনে আস্থার সংকট তৈরি করবে।

Leave a Reply