
হাসনাত আব্দুল্লাহ বলেন, শরীফ ওসমান হাদি থেকে শুরু করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী, তাহরিমা সুরভীর ঘটনাগুলো দেখলে বোঝা যায়, রাষ্ট্রযন্ত্র থেকে কনভেনশনাল পলিটিক্যাল পার্টিগুলো তাদের কীভাবে দেখছে। জুলাইয়ে যারা অংশ নিয়েছে, রাষ্ট্রযন্ত্র তাদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে। তাদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ওসমান হাদির হত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারের দায়িত্বশীল কারও কর্মকাণ্ডে অগ্রগতি বোঝা যায় না। হাদির পর কিছু ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এনসিপি মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী বলেন, নির্বাচন কমিশনের আচরণ উদ্বেগজনক। আইন সবার জন্য সমান হওয়া উচিত। কমিশন ব্যক্তিবিশেষে আচরণ ভিন্ন করছে।
তিনি বলেন, এবারের নির্বাচনে দুটি ভাগ হয়েছে। যারা সংস্কারের পক্ষে, আগ্রাসনের বিপক্ষে তাদের সমর্থন দিন। সংস্কার বাস্তবায়নের পক্ষে যারা অবস্থান নেবে আপনারা তাদের পক্ষ নেন।



