প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
যাত্রী নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন করতে হবে: রুহুল কবির রিজভী
অনলাইন ডেস্ক :- মোটরযান চালকদের হয়রানি, পুলিশি নির্যাতন বন্ধ এবং যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মোটরযান চালক দলের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, রাষ্ট্রীয়ভাবে চালকের পেশাকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রীর নিরাপত্তার স্বার্থে প্রত্যেক মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা। তারা বলেন, বেগম জিয়া শারীরিকভাবে চলে গেলেও তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করেই এগিয়ে যাবে বিএনপি।
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.