
নওগাঁ প্রতিনিধি :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে নওগাঁর রানীনগর উপজেলা বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) তাদের দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন রানীনগর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ পাভেল রহমান, এবং পারইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোঃ রফিক।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক বহিষ্কার আদেশের চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণে লিপ্ত ছিলেন এমন অভিযোগ জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী উক্ত দুই নেতাকে তাদের নিজ নিজ দলীয় পদমর্যাদা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারাদেশ কার্যকর হওয়ার দিন থেকে তারা দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি নওগাঁ জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে কোনো ধরনের দলীয় যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



