নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর সন্তোষ প্রকাশ করেছেন।
মির্জা ফখরুল বলেন, দলের শীর্ষ নেতারা আশা প্রকাশ করেছেন—তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তিনি যেন দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে সফল হতে পারেন, সে জন্য সবাই দোয়া করবেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.