অনলাইন ডেস্ক :- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জাতীয় ঐক্য এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে অভিহিত করেছেন ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত না করে আজীবন আপসহীন সংগ্রামের মাধ্যমে তিনি নিজেকে ‘দেশনেত্রী’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। কঠোর দেশপ্রেম ও নৈতিক দৃঢ়তার কারণে চরম নিপীড়ন এবং শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি জনগণের অধিকার আদায়ের পথ থেকে বিচ্যুত হননি।”
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.