
আন্তর্জাতিক প্রতিনিধি, মো: সেলিম রানা :-
কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলোচিত রাজনৈতিক প্রেক্ষাপটে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়নি বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মনোনয়ন সংক্রান্ত বিষয়টি আপাতত স্থগিত রয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য প্রচারিত হওয়ায় দেবিদ্বার উপজেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল মনে করছেন, যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত কিছু সংবাদ গুজব ছড়াতে সহায়ক হচ্ছে।
স্থানীয় বিএনপি সমর্থক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ দাবি করেন, দেবিদ্বার উপজেলায় একটি গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে চান সাধারণ জনগণ। তাদের মতে, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সী ও হাসনাত আবদুল্লাহ—এই দুই প্রার্থীর মধ্যকার রাজনৈতিক লড়াই দেবিদ্বারের ভোটের মাঠকে প্রাণবন্ত করতে পারে। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, একটি নির্দিষ্ট পক্ষের অনুকূলে কিছু তথাকথিত সাংবাদিক ও গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ পরিবেশন করছেন। তাদের মতে, টাকার বিনিময়ে বা পক্ষপাতদুষ্ট অবস্থান থেকে প্রকাশিত সংবাদ গণমাধ্যমের পেশাগত নীতিমালার পরিপন্থী এবং এসব কর্মকাণ্ড সাংবাদিকতার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
আরও অভিযোগ উঠে এসেছে যে, মনোনয়ন বাতিল হয়নি—এমন তথ্য থাকা সত্ত্বেও কিছু টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ প্রচার করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে। দেবিদ্বার উপজেলার সচেতন নাগরিকরা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো সিদ্ধান্ত গ্রহণে যেন নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা হয়। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল আচরণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দাবি জানান তারা।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বাসীর উদ্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে—গুজব, অপপ্রচার ও যাচাইহীন খবরে কান না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা। গণতন্ত্রের সৌন্দর্য বজায় রাখতে হলে শক্তিশালী প্রার্থীদের মধ্যে সুস্থ রাজনৈতিক লড়াই নিশ্চিত করা জরুরি। দেবিদ্বারের জনগণ সেই প্রত্যাশাই করছে।



