শিরোনাম
কুমিল্লা ইপিজেড সরকারী জায়গা অবৈধ দোকানগুলো উচ্ছেদের দাবি এলাকাবাসীর কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি! কুমিল্লা চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ কর্ণেল আকবরের পুত্র সায়মন যে বার্তা দিলেন হাজী ইয়াসিনকে ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেয়া নিশ্চিত করার জন্য অথোরটি চাইলেন : আইজিপি আওয়ামী মহিলা চেয়ারম্যান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- স্বামী ও স্ত্রীকে রক্ষার ঠিকাদারি নিয়েছেন মেম্বার, চেয়ারম্যানসহ সাংবাদিক চট্রগ্রাম ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত-১ আহত-১ কুমিল্লার এক ব্যবসায়ী উদ্যোক্তা গোলাম জিলানী টিটু – দেশ নিয়ে যা জানালেন তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ইরানে ‘রেড অ্যালার্ট’ জারি!

আওয়ামী মহিলা চেয়ারম্যান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- স্বামী ও স্ত্রীকে রক্ষার ঠিকাদারি নিয়েছেন মেম্বার, চেয়ারম্যানসহ সাংবাদিক

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- (সিরিজ রিপোর্ট-০৩) – গত কয়েকদিন আগে কুমিল্লা জেলা, লালমাই উপজেলা, বাগমারা – হলদিয়া গ্রামের আবুল মিয়ার দোকান সংলগ্ন পুকুরের সাইট ওয়াল নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। কারণ ছিল, হলদিয়া গ্রামের প্রধান সড়কের রাস্তার কাজ না করে লালমাই উপজেলার আওয়ামীলীগের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ও তার স্বামী লালমাই উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের রনি”র বাড়ির প্রধান সড়ক পাকা থাকা সত্ত্বেও বাড়ির পিছনের ৪/৫ টি পরিবারের রাস্তা প্রয়োজন বলে আবেদন করলে, লালমাই উপজেলা ইউএনও উম্মে তাহমিনা মিতু পিও বাজেট থেকে দুই লক্ষ টাকা বরাদ্দ দেন। এ কাজে ভূলইন উত্তর ইউনিয়নের ০৪নং ওয়ার্ড মেম্বার আওয়ামী-লীগের দোসর হাবিবুর রহমান ও এমরান হোসেন চেয়ারম্যান সহযোগিতা করেছেন বলে সত্যতা পাওয়া যায়।

উক্ত রাস্তার কাজ শুরু করলে স্থানীয়দের সাথে মেম্বার আওয়ামী-লীগের দোসর হাবিবুর রহমান ও উপজেলার আওয়ামীলীগের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তারের স্বামী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের রনি”র বাগবিদন্ডা সৃষ্টি হয়। পরে উক্ত বিষয়ে বাগমারা বাজারে মেম্বার আওয়ামী-লীগের দোসর হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্থানীয়দেরসহ সাংবাদিকদেরকে অশ্লীল ভাষায় গালাগাল দিলে বিভিন্ন মিডিয়া এটা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। পরে হাবীবুর রহমান মেম্বার বিভিন্ন ভুয়া ফেইসবুক ব্যবহার করে এটার নিন্দা জানালে স্থানীয়রা আরও ক্ষিপ্ত হোন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক রুবী ও জহির এলাকার ছাড়া হতে হয়, গত ০৯.০১.২০২৬ইং তারিখ। যদিও দু”সাংবাদিক স্থানীয়দের পক্ষ নিয়ে লড়ে ছিলেন।

উক্ত বিষয়য় বিভিন্ন পত্র-পত্রিকাতে সংবাদ প্রকাশ হলে বিষয়টি চেয়ারম্যান ও মেম্বার ধামাচাপা দিতে এক সাংবাদিককের সাথে বসে আর্থিক লেনদেনের মাধ্যমে সমযতা করেছেন, এ-মর্মে জানা যায়। লালমাই উপজেলা আওয়ামীলীগের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ও স্বামী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের রনি”র বিরুদ্ধে আর কিছু লিখবেন না ও তাদের দু”জনকে সেইভ করার জন্য অঙ্গিকারবদ্ধ হোন। তবে দেশপত্র ও জয়যাত্রা পত্রিকা”সহ সংবাদ টিভির সংবাদ প্রকাশ বন্ধ করবেন বলে পাঁচ হাজার টাকা নিয়েছেন, যা উক্ত মিডিয়ার কর্তৃপক্ষরা অবগত নন। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে। তারা আরও বলেন, যারা আর্থিক লেনদেনের মাধ্যমে সংবাদ ধামাচাপা দিন কিংবা সংবাদ প্রকাশ করবেন না বলে অঙ্গীকারবদ্ধ হোন তারা গণমাধ্যমের ভুঁইফোঁড় তাদেরকে আইনের আওতাধীন আনা জরুরী বলে দাবি করেন।

Leave a Reply