
অনলাইন ডেস্ক :- আমি সেই স্কুল জীবন থেকে বিএনপি ও ধানের শীষের সমর্থক।সে দৃষ্টিকোণ থেকে বিএনপির রাজনীতিতে আমি হাজী আমিনুর রশিদ ইয়াছিন সাহেবেরও সিনিয়র। আব্বার মৃত্যুর পর ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোননয় চেয়েছিলাম। এবারও আমি চেয়েছি। কিন্তু দলের বিবেচনার কুমিল্লার মুরুব্বী মনিরুল হক চৌধুরী ধানের শীষের প্রার্থী হিসেবে যোগ্য। তাই দলকে ভালোবাসলে এর বাইরে যাওয়ার সুযোগ নাই।
গত ৮ ডিসেম্বর ধানের শীষের প্রার্থীর পক্ষে কুমিল্লা মহানগরে প্রচারণায় নেমে একথা বলেন প্রয়াত রাজনীতিবিদ কর্ণেল আকবর পুত্র সায়মন।
তিনি দু:খ করে বলেন, ইয়াছিন সাহেব এখন নিজেকে ত্যাগী দাবী করলেও বিগত দিনে সাংগঠনিক দায়িত্ব থাকাকালীন তিনি একদিনের জন্য প্রয়াত কর্ণেল আকবরকে স্মরণ করনেনি। আর আমাদের পরিবারের কথা নাইবা বললাম।


