শিরোনাম
কুমিল্লা ইপিজেড সরকারী জায়গা অবৈধ দোকানগুলো উচ্ছেদের দাবি এলাকাবাসীর কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি! কুমিল্লা চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ কর্ণেল আকবরের পুত্র সায়মন যে বার্তা দিলেন হাজী ইয়াসিনকে ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেয়া নিশ্চিত করার জন্য অথোরটি চাইলেন : আইজিপি আওয়ামী মহিলা চেয়ারম্যান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- স্বামী ও স্ত্রীকে রক্ষার ঠিকাদারি নিয়েছেন মেম্বার, চেয়ারম্যানসহ সাংবাদিক চট্রগ্রাম ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত-১ আহত-১ কুমিল্লার এক ব্যবসায়ী উদ্যোক্তা গোলাম জিলানী টিটু – দেশ নিয়ে যা জানালেন তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ইরানে ‘রেড অ্যালার্ট’ জারি!

কুমিল্লা চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী খ্যাত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে “মুক্তিযোদ্ধা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা। চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী এর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নিজামুল হক মজুমদার এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী।

সমাবেশে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আহমেদ, আব্দুর রহমান মিয়াজী, পেয়ার আহমেদ, জিয়াউল হক জেবু মেম্বার, খবির উদ্দিন, রেজাউল হক মজুমদার, নূর হোসেন, আব্দুল খালেক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ, চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপজেলা বিএনপি’র উদ্যোগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে এসে সমাপ্ত হয়।

Leave a Reply