
অনলাইন ডেস্ক :- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি ঘটেনি। তবে, শিগগিরই এর সমাধান হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনো কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতা। সেইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। তবে বিএনপি আশাবাদী খুব শিগগিরই এটির সমাধান হবে।’
ক্রিকেট বোর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ও ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।’
দেশের রাজনীতিতে ও এর কাঠামো পুনর্গঠনে ইতোপূর্বে বিএনপির অবদান সর্বাধিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রের আসা, সংস্কার, মুক্ত সাংবাদিকতার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা— সবকিছুই বিএনপি অতীতে করেছে।’
বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর সুষ্ঠু পানিবণ্টন ইস্যুর সমস্যা সমাধান করবে বলেও জানান তিনি। বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা-পদ্মাসহ অন্যান্য অভিন্ন নদী গুলোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে। ভারতের সাথে পারস্পরিক সম্মান রেখেই আমাদের দাবি আমরা আদায় করব। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিদেশে থেকে যারা বড় বড় কথা বলে, তাদের কাছে ফ্যাসিস্ট হলো ফ্যাক্টর; আমাদের কাছে নয়। আমরা ফ্যাসিস্টদের তাড়াতে পাড়ি, মারতে জানি আবার মার খেতেও জানি।’



