
অনলাইন ডেস্ক :- চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যা তলব (শোকজ) করেছে ইলেক্টোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো শোকজের মুখোমুখি হয়েছেন।
নোটিশে উল্লেখ করা হয়, বিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যদের পক্ষে গত ১১ জানুয়ারি দাখিল করা অভিযোগে বলা হয়েছে– প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই নাজমুল মোস্তফা আমিনের পক্ষে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান লোহাগাড়া উপজেলার আধুনাগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রয়াত খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশে নির্বাচনী বক্তব্য দেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন।
ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ আগে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির পরিপন্থী এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্যযোগ্য।



