অনলাইন ডেস্ক :- ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এমপি সৎ হলে কোনো ঠিকাদারের পক্ষে উন্নয়নকাজে চুরি করা সম্ভব নয়। তিনি বলেন, ‘এমপি যদি চুরি করেন, ঠিকাদার তো চুরি করবেই। কিন্তু এমপি সৎ হলে কোনো ঠিকাদারের বাপেরও সাধ্য নেই চুরি করার।’
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পানিশ্বরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সরকারি উন্নয়নকাজের অনিয়মের চিত্র তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘এমপি রাখেন ৫০ শতাংশ, তাঁর ঘনিষ্ঠরা রাখেন আরও ২৫ শতাংশ। এখানেই ৭৫ শতাংশ শেষ হয়ে যায়। এরপর ঠিকাদার বাকি ২৫ শতাংশের মাত্র ৫ শতাংশ কাজ করে, বাকিটা নিজের পকেটে ঢোকান। এমপি চুরি করলে ঠিকাদার করবেনই।’
মতবিনিময় সভায় স্থানীয়রা তাঁর হাতে এলাকার প্রয়োজনীয় উন্নয়নকাজের একটি তালিকা তুলে দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে এমপি নির্বাচিত করেন, আমি এসব উন্নয়নকাজ বাস্তবায়নে কাজ করব। আর যদি তা না পারি, তাহলে আপনাদের কাছে আর আসব না।’
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.