অনলাইন ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঢাকা-৫ (ডেমরা ও যাত্রাবাড়ী) আসনের প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। বেগম জিয়া দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সাহসী ভূমিকা রেখেছেন- তা জাতি আজীবন মনে রাখবে।’
গতকাল রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর ডেমরা থানার ৬৯নং ওয়ার্ডে এক দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নবীউল্লাহ নবী বলেছেন, দেশের ও গণতন্ত্রের স্বার্থই ছিল বেগম খালেদা জিয়ার কাছে সর্বাগ্রে। তিনি ছিলেন একজন অনুকরণীয় নেতা, যিনি আজীবন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গেছেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.