প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
সুখবর পেলেন ঢাকা-২ আসনের জামায়াত প্রার্থী
অনলাইন ডেস্ক :- ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির চতুর্থ দিনে কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে গত ৩ জানুয়ারি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) সভাপতি কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ওই সিদ্ধান্ত দেন।
একই সময়ে ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ আরও দুজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
ঢাকা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আবদুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.