শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধু জব্দ করে জন সন্মুখে ধব্বংস নিখোঁজের ১২ দিন পর মুরাদনগরে অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার পাবনার ভাঙ্গুড়ায় সরিষা ক্ষেতে ব্যস্ত মৌচাষিরা, কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা গঙ্গাচড়ায় গ্রোয়েন বাঁধ-কেটে তিস্তা চর লুটপাট, নদী ও জনপদ ধ্বংসের খেলায় সিন্ডিকেট নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ: গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আইএসপিআরের বিবৃতি কেন এনসিপি ছাড়লেন, জানালেন তাসনিম জারা মমতাজের ৪ বাড়ি ও জমি ক্রোক ভারতেই বিশ্বকাপ খেলতে ফের আইসিসির অনুরোধ, বিসিবিও দিলো স্পষ্ট বার্তা শিশু হৃদয় খানের হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনকে ২১ বছর আটকাদেশ

কেন এনসিপি ছাড়লেন, জানালেন তাসনিম জারা

Chif Editor

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ডা. তাসনিম জারা। তবে কেন এনসিপি ছাড়লেন? বিষয়টি জনসম্মুখে স্পষ্ট করে বললেন, পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। সব জায়গায় জটিলতা রয়েছে। এখানে যে যার কাছে জবাবদিহি করবে, সেই আবার তার নিয়োগকর্তা—এটি একটি বড় সংকট, বলেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সে বিষয়ে আলোচনা অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে, তাদের কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

তাসনিম জারা বলেন, জনগণ পরিবর্তন চায়। তারা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ডা. তাসনিম জারার। তবে গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে অংশগ্রহণ করবেন।

Leave a Reply