
কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের শাওরাতুলী গ্রামে এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে মনিরুল হক চৌধুরী উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনীতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ পরিচালনার দর্শন তুলে ধরেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।
বক্তব্যের শুরুতেই তিনি বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন নেত্রী। দেশের সংকটময় সময়ে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মনিরুল হক চৌধুরী তাঁর বক্তব্যে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বলেন, “আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।” এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
তিনি আরও বলেন, কুমিল্লা-৬ আসন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এ এলাকার জনগণ অতীতেও জাতীয়তাবাদী রাজনীতির প্রতি আস্থা রেখেছে এবং আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেবেন বলেও প্রতিশ্রুতি দেন।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার জনগণ উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
বৈঠক শেষে মনিরুল হক চৌধুরী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ উঠান বৈঠক নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


