প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল হুদা নয়ন (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত নাজমুল হুদা নয়ন শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
শিবালয় থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় পাটুরিয়া ঘাট এলাকায় গুলিতে যুবদল নেতা রফিকুল ইসলাম নিহত হন। এ ঘটনায় ১৮ আগস্ট শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ২২ নম্বর আসামি হিসেবে নাজমুল হুদা নয়নের নাম রয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার পর থেকেই নাজমুল হুদা নয়ন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে শিবালয় থানায় হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৫ দেশপত্র