
বহিষ্কারাদেশ পাওয়া নেতারা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি কামরুল হাসান জুয়েল, কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য জোবাইদুর রহমান সবুজ, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান রঞ্জু, কাহালু উপজেলা বিএনপির নেতা আব্দুল মান্নান, জাহিদ হাসান জালাল, মাহবুবুর রহমান বাবু, কাহালু পৌর বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, গাবতলী পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুল করিম এবং গাবতলী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুল আলম রাসেল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য উল্লেখিত ১০ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
