
আসন বণ্টন নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমঝোতার আলোচনায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
তবে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত নেই। বৈঠকে থাকা একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রত্যাশিত আসনে ছাড় না পেলে ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়েছিল ইসলামী আন্দোলন।
এদিকে আজকের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ সমঝোতার আলোচনায় থাকা ১১ দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে বিরোধ দিন দিন তীব্র হচ্ছে। বিশেষ করে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের অবিশ্বাস স্পষ্ট হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইসলামী আন্দোলনের দাবি—অন্তত ১২০টি আসনে তারা দলীয় প্রতীক ‘হাতপাখা’ নিয়ে নির্বাচন করতে চায়। তবে জামায়াত ৪২টির বেশি আসন ছাড়তে রাজি নয়। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত ২৭টি আসনে ছাড় দাবি করেছে, যা না হলে তারা জোটের বাইরে গিয়ে নিজস্ব প্রতীক ‘রিকশা’ নিয়ে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছে। জামায়াত সর্বোচ্চ ২০টি আসন ছাড় দেওয়ার কথা বললেও এর বাইরে অন্য ইসলামি দলগুলোকে আসন দিতে নারাজ।


