
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক জানান, দশটি দলের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি বলেন, রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা, আমরা সবাই একসঙ্গেই এগিয়ে যেতে পারবো। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারবো—এই আশা করছি।
তিনি আরও বলেন, জোটের মধ্যে সমন্বয় ও ঐক্যের ভিত্তিতে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।


