
নিজস্ব প্রতিবেদক, (সিরিজ রিপোর্ট-০৬) :- গত কয়েকদিন আগে কুমিল্লা জেলা, লালমাই উপজেলা, বাগমারা – হলদিয়া গ্রামের আবুল মিয়ার দোকান সংলগ্ন পুকুরের সাইট ওয়াল নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। কারণ ছিল, হলদিয়া গ্রামের প্রধান সড়কের রাস্তার কাজ না করে লালমাই উপজেলার আওয়ামীলীগের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ও তার স্বামী লালমাই উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের রনি”র বাড়ির প্রধান সড়ক পাকা থাকা সত্ত্বেও বাড়ির পিছনের ৪/৫ টি পরিবারের রাস্তা প্রয়োজন বলে আবেদন করলে, লালমাই উপজেলা ইউএনও উম্মে তাহমিনা মিতু, পিও বাজেট থেকে দুই লক্ষ টাকা বরাদ্দ দেন। উক্ত রাস্তার কাজটি শুরু করার পর থেকে এলাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।
উক্ত বিষয়ে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশের পর লালমাই উপজেলার আওয়ামীলীগের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ও তার স্বামী, লালমাই উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের রনি কুমিল্লা কোতোয়ালী থানাধীন ঠাকুরপাড়া এলাকায় নিজ বাড়িতে আত্মগোপনে রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জনা যায়। আত্মগোপনে গিয়ে আওয়ামী চেয়ারম্যান সহ আওয়ামী কর্মী এবাদুল্লাহ নামে স্থানীয় ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন প্রশাসন সহ স্থানীয় রাজনৈতিক সকল নেতাদেরকে ম্যানেজ করার জন্য।


