শিল্পী, আক্তার, রংপুর ব্যুরো :- আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই রংপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হলেও, আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন জাপার মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী।
শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আপিলে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মনোনয়নপত্রের বৈধতা পেয়ে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, এই রায়ের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া পূরণ হবে এবং আমি ন্যায়বিচার পেয়েছি, পাশাপাশি রংপুর-১ আসনকে এগিয়ে নিতে সর্বস্তরের ভোটারদের আমার পাশে থাকার অনুরোধ করছি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র