প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
বিএনপি প্রার্থী কাজী রফিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
অনলাইন ডেস্ক :- বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার হওয়ায় এ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনগত বাধা রইল না।
রোববার (১৮ জানুয়ারি) আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, একই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন। পাশাপাশি একটি ব্যাংকও তার বিরুদ্ধে আপিল দায়ের করেছিল। তবে দলের নীতি ও ঐক্যের স্বার্থে আহসানুল তৈয়ব জাকির নির্বাচন কমিশনের সামনে তার করা আপিল প্রত্যাহার করে নেন।
ব্যাংকের করা আপিলের শুনানিতে জানানো হয়, কাজী রফিকুল ইসলামের সঙ্গে ব্যাংকের দেনা–পাওনা সংক্রান্ত বিষয়ে সমঝোতা হয়েছে এবং তিনি প্রয়োজনীয় অর্থ পরিশোধ করেছেন। এ অবস্থায় ব্যাংকও আপিল প্রত্যাহারের আবেদন করে।
এতে বগুড়া-১ আসনে বিএনপির একক ও চূড়ান্ত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা নিশ্চিত হলো। এর আগে গত বছরের ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান কাজী রফিকুল ইসলাম। তিনি ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কাছে মনোনয়নপত্র জমা দেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র