
অনলাইন ডেস্ক :- ‘পোস্টাল ব্যালট পেপারে অনিয়ম, জামায়াতকে বিশেষ সুবিধা দেওয়া ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের’ অভিযোগে ডাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) এ কর্মসূচি স্থগিত করা হলেও আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) ফের এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি আজকের মতো স্থগিত ঘোষণা করে বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার সকাল থেকে কর্মসূচি ফের চলবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।



