শিরোনাম
বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন সকালে বৈধ, বিকেলে বাতিল নওগাঁয় সাংবাদিকসোহেল রানার দাফন সম্পন্ন

স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

Chif Editor

সিনিয় রিপোর্টার বিশাল রহমান :- ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতার পিঠে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, আজ সন্ধ্যার পরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন বাজার থেকে বাড়ী ফেরার পথে নারকীয় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক দল নেতা জামিল জানান, সন্ধ্যার পরে বাড়ী ফেরার পথে স্থানীয় জামাত সমর্থক আবু সাইদ ও তাঁর স্ত্রী তাঁর উপর নৃশংস হামলা চালায়। জামিল হোসেনের চিৎকারে আত্মীয় ও প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতালের বিছানায় আহত জামিল হোসেন অভিযোগ করেন অভিযুক্ত আবু সাইদ সম্প্রতি আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দিয়ে এলাকায় নির্বাচনী তৎপরতা শুরু করে। এলাকায় বিএনপি কর্মীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে নানারকম হুমকি ধামকি দেয়।আজ সন্ধ্যায় অতর্কিতে তাঁর উপর নৃশংস হামলা চালিয়ে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় জামিল হোসেনের চাচী এগিয়ে এলে তাঁর উপর নৃশংস হামলা চালানো হয় বলে জানা গেছে।

উল্লেখ্য হামলাকারী আবু সাইদ ২০২৪ এর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার পুলিং এজেন্টের দায়িত্ব পালন করেছিল। কিছুদিন পূর্বে জামাতে যোগ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আবু সাইদ বলে আহত জামিল জানান। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুল ইসলাম মুন্না অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে ঠাকুরগাঁও -১ আসনের জামাতের আসন পরিচালক অধ্যক্ষ কফিলউদ্দিনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর ফোন বন্ধ থাকায় তাদের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখার সময় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave a Reply