শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Chif Editor

স্টাফ রিপোর্টার :- “আগামীর বাংলাদেশ, তারুণ্যের প্রতীক”—এই প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের। সম্প্রতি অনুষ্ঠিত এই সাক্ষাতে দলীয় সাংগঠনিক কার্যক্রম, কুমিল্লা অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান মাহমুদ ওয়াসীম এবং লাকসাম থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি মো. আবুল কালাম। নেতৃবৃন্দ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বর্তমান অবস্থা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে তারেক রহমান কুমিল্লা অঞ্চলের নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামীর বাংলাদেশ গড়তে তারুণ্যের শক্তিকে সংগঠিত করা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

নেতৃবৃন্দ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির চলমান রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তারা তারেক রহমানের দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণ করেন। আলোচনায় দলীয় ঐক্য সুদৃঢ় করা, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনগণের আস্থা ও সমর্থন আরও সুদৃঢ় করতে সক্ষম হবে।

সাক্ষাৎ শেষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতারা বলেন, এই বৈঠক তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা ও দিকনির্দেশনা দিয়েছে। তারা দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দেশের রাজনৈতিক অঙ্গনে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নিয়মিতভাবে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে আসছেন। এই সৌজন্য সাক্ষাৎও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে রাজনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

Leave a Reply