রাজবাড়ী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে কাতার যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তিনি ২০২২ সালের অক্টোবর মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার বিরুদ্ধে ‘চব্বিশের জুলাই আন্দোলন’ সংক্রান্ত চারটি মামলা রয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, দেশ ছাড়ার চেষ্টা করায় শাহিন শেখকে ইমিগ্রেশন পুলিশ আটক করে এবং যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর শাহিন শেখকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে রাজবাড়ীতে আনা হবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র