স্টাফ রিপোর্টার :- বিএনপিতে শামীম ওসমানের অনুসারী মনিরুল আলম সেন্টুর অনুপ্রবেশ ও বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ফতুল্লা থানা ছাত্রদলের নেতা লিয়ান মাহমুদ আকাশ। এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত মনিরুল আলম সেন্টু দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে অপকর্মে জড়িত ছিলেন। এমন একজন ব্যক্তি বিএনপির রাজনীতিতে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন—যা দলের আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
লিয়ান মাহমুদ আকাশ আরও বলেন, “বিএনপি কোনো সুবিধাবাদী বা ক্ষমতালোভী অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল নয়। যারা অতীতে আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় থেকে সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের বিএনপির রাজনীতিতে জায়গা পাওয়ার কোনো সুযোগ নেই।”
তিনি দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে মনিরুল আলম সেন্টুর মতো বিতর্কিত ব্যক্তিদের বিএনপির নাম ভাঙিয়ে রাজনীতি করার অপচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে।
শেষে তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক ও ত্যাগী রাজনৈতিক দল। এ দলে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে কোনোভাবেই আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না।”
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র