
অনলাইন ডেস্ক :- সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতাকর্মীরা।
অন্য দিকে বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ছাতক–দোয়ারাবাজার আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন, “দলের প্রতি সম্মান এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি। ছাতক–দোয়ারার বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। এখানে কোনো বিরোধ ছিল না, ছিল দলীয় প্রতিযোগিতা। আমাদের মন–প্রাণ বিএনপির সঙ্গে জড়িত। আগামী ২২ জানুয়ারি থেকে আচরণবিধি মেনে ধানের শীষের প্রচারণায় সবাই একসাথে মাঠে নামবো। ছাতক–দোয়ারায় ধানের শীষ জিতলে জিতবেন জননেতা তারেক রহমান।”
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কালারুকা ইউনিয়নের রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের যৌথ সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ।
সভায় আরও বক্তব্য রাখেন— শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারী, আলতাফুর রহমান খছরু, ফজলুল করিম বকুল, মানিক মাস্টার, জয়নাল আবেদীন মহি, শাহ সফিকুল আলম মতি, আবু হুরায়রা সুরত, সামসুর রহমান বাবুল, মুর্শেদ আলম,গোলাম আম্বিয়া, মাজকুর পাবেল, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফ, মোশাররফ হোসেন, জাকির হোসেন, এখলাছ মিয়া তালুকদার, হারুনুর রশিদ, জসিম উদ্দিন সালমান, নুরুল আমিনসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতা ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন।
সভায় বক্তারা বলেন- মিলন–মিজান ভাই–ভাই, এখানে কোনো সন্দেহ নেই। সবাই একসাথে কাজ করলে ছাতক–দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত—ইনশাআল্লাহ।



