
অনলাইন ডেস্ক :-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এখন আর সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রার্থিতা ফিরে পেতে তার করা রিট খারিজ করেন।
এর আগে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি।



