প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১০:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: তারেক রহমান
অনলাইন ডেস্ক :-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার কার্যক্রম শুরু করেছে বিএনপি। প্রথম নির্বাচনী জনসভায় সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যের শুরুতেই তারেক রহমান অনেকটা সিলেটি উচ্চারণে স্থানীদের কাছে সালাম দিয়ে জানতে চান, ‘আপনারা ভালা আছেন নি..?’
এ সময় তিনি নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার আহবান জানান।
তারেক রহমান বলেছেন, আজকে এখানে যে লক্ষ লক্ষ মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের এই উপস্থিতির জন্য হাজারো মানুষ তাদের প্রাণ দিয়েছেন। আজকে আপনাদের এই রাজনৈতিক অধিকার আপনাদের বাক স্বাধীনতার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝের ইলিয়াস আলীকে হারিয়েছি। আমরা জুনায়েদকে হারিয়েছি, দিনারকে হারিয়েছি।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মঞ্চে তিনি এ কথা বলেন।
এ সময় ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে মানুষ ২০২৪-এ রক্ষা করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই চেয়ারম্যান।
বক্তব্যের মাঝে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন।
তারেক রহমান বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নেন।
এ সময় তিনি সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ ভোট চাওয়ার মাধ্যমে বেহেস্তের টিকিট বিক্রি করছে বলে অভিযোগ করেছেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ ভোট চাওয়ার মাধ্যমে বেহেস্তের টিকিট বিক্রি করছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে। অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন যারা বলছেন, তাদের ৭১ সালে দেশের মানুষ দেখেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র