শিরোনাম
বুড়িচং ফকির বাজার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মির্জা ফখরুলের প্রচারণা শুরু ‘ঋণগ্রস্ত’ প্রার্থীর শীর্ষে বিএনপি, পঞ্চমে জামায়াত, ৪৮ শতাংশ প্রার্থীর পেশা ব্যবসা ৩৩ যাত্রী নিয়ে সড়কের পাশে উল্টে পড়লো বাস এবার আপিলে যাচ্ছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: তারেক রহমান নির্বাচন করতে পারছেন না কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই: ফখরুল নির্বাচনী লড়াইয়ের নতুন ময়দান-টিকটক, ফেসবুক ও ইউটিউবে এগিয়ে কে?

এবার আপিলে যাচ্ছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

Chif Editor

অনলাইন ডেস্ক :-

ঋণ খেলাপির অভিযোগে হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে আপিলে যাচ্ছেন কুমিল্লা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আপিল বিভাগে এই আবেদন করা হবে। তার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

দিন আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

অন্যদিকে, হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

পরে ওই আসনের আরেক প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, আদালতের কাছে ঋণ খেলাপির তথ্য গোপন করে প্রতারণা করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। আদালত আজ তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। এখন তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

Leave a Reply