শিরোনাম
ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২ বুড়িচং সদরে ধানের শীষ প্রতিকের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত বুড়িচং ফকির বাজার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মির্জা ফখরুলের প্রচারণা শুরু ‘ঋণগ্রস্ত’ প্রার্থীর শীর্ষে বিএনপি, পঞ্চমে জামায়াত, ৪৮ শতাংশ প্রার্থীর পেশা ব্যবসা ৩৩ যাত্রী নিয়ে সড়কের পাশে উল্টে পড়লো বাস এবার আপিলে যাচ্ছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :-

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই খাজু মিয়া নেতৃত্বে ইপিজেড এলাকায় ডিউটিরত অবস্থায় আরিফুল ইসলাম”র গতিবিধি সন্দেহ হলে আটক করে তল্লাশী করে ৫টি বুলেট ও একটি সুইচ গিয়ার পাওয়া যায়। বুলেট আছে পিস্তল কোথায় জিজ্ঞাসাবাদে আটক-কৃত আরিফুল ইসলাম জানান, জামায়াত নেতা ও এড. কেআইএম মাসুদুল হক মাসুম বলতে পারে, এসব বুলেট তার বলে জানালে। তখন তাকে নিয়ে জামায়াত নেতা ও এড. কেআইএম মাসুদুল হক মাসুম উত্তর আশ্রাফপুরের বাসা তল্লাশী করে, ওয়াড্রব এ ড্রয়ার থেকে তার কোটের সাথে পেচানো একটি পিস্তল, পাঁচ রাউন্ড বুলেটসহ দুইটি ম্যাগজিন উদ্ধার করেন পুলিশ।

১। আটককৃতরা হলেন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুনের ভাই জামায়াত নেতা ও এড. কেআইএম মাসুদুল হক মাসুম (৫১), পিতা- আব্দুল মতিন, সাং- ধর্মপুর কোতয়ালী, হাজী আলী মিয়ার বাড়ি, ধর্মপুর ডিগরী কলেজের সাথে স্থায়ী ঠিকানা তবে উত্তর আশ্রাফপুরের বাসায় তিনি ভাড়া থাকেন বলে জানা যায়। মাসুদুল হক মাসুম কুমিল্লা কোটের উকিল বলে জানা যায়।

২। আরিফুল ইসলাম(৩৬), পিতা- খুরশেদ আলম, সাং- ধর্মপুর কোতয়ালী, হাজী আলী মিয়ার বাড়ি, ধর্মপুর ডিগরী কলেজের সাথে বাসা। তাদেরকে গ্রেফতার করে নিয়মিত আত্র আইনের মামলাত আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত মামলা তদন্ত করেছেন ওসি তদন্ত আব্দুর রাজ্জাক।

এ ঘটনায় কুমিল্লা মহানগর জামায়াতের আমীর একেএম এমদাদুল হক মামুনের ভাই জামায়াত নেতা ও এড. কেআইএম মাসুদুল হক মাসুম গ্রেফতারে পর কুমিল্লায় উত্তেজনা বিরাজ করছে, জামায়াতের রাজনীতি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে।

Leave a Reply